নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কোচবিহার :: সোমবার ২৮,জুলাই :: সনাতন ধর্মাবলম্বীদের কাছে অত্যন্ত পবিত্র শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবারেও পুণ্যার্থীদের ঢল নামল বামনহাটের মাধাইখাল সোমনাথ মন্দিরে।
বাবা মহাদেবের মাথায় জল ঢালতে দূর-দূরান্ত থেকে আসা ভক্তদের ভিড়ে মন্দির প্রাঙ্গণ আজ জনসমুদ্রে পরিণত হয়েছে। গত ১৫ বছর ধরে এই মন্দিরে শিবের মাথায় জল ঢালার ব্যবস্থা শুরু হওয়ার পর থেকেই প্রতি বছর শ্রাবণ মাসে ভক্তদের উপস্থিতি ক্রমশ বাড়ছে।
মন্দিরের পেছনের বিশাল পুকুরে স্নান সেরে ভক্তরা সারিবদ্ধভাবে জল ঢেলেছেন শিবলিঙ্গে। পুণ্যার্থীদের ভিড় সামলাতে এবং শৃঙ্খলা বজায় রাখতে মন্দির কমিটির পক্ষ থেকে বাঁশের ব্যারিকেডের ব্যবস্থা করা হয়েছে। সাহেবগঞ্জ থানার পুলিশও কঠোর নজরদারিতে রয়েছে, যার ফলে শান্তিপূর্ণভাবে পুজো সম্পন্ন হচ্ছে।
সব মিলিয়ে মাধাইখাল সোমনাথ মন্দির ভক্তদের কাছে শ্রাবণ মাসের একটি অন্যতম প্রধান আকর্ষণ হয়ে উঠেছে। স্বেচ্ছা সেবকদের উদ্যোগে ভান্ডারা ও প্রসাদ বিতরণ । প্রতি বছরের মতো এবারও মন্দিরে আগত ভক্তদের জন্য ভান্ডারার আয়োজন করা হয়েছে।
বামনহাটের একদল যুবক নিজেদের উদ্যোগে এই মহৎ কাজটি সম্পন্ন করছেন। উদ্যোক্তারা জানান, গতকাল রাত থেকেই তাঁরা রান্নার কাজ শুরু করেছিলেন। আজ ভোর ৫টা থেকে প্রসাদ বিতরণ শুরু হয়েছে এবং বিকেল ৪টা পর্যন্ত তা চলবে। এই যুবকদের নিঃস্বার্থ উদ্যোগকে সকলেই সাধুবাদ জানিয়েছেন।