নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মুর্শিদাবাদ :: সোমবার ২১,জুলাই :: আজ শ্রাবণ মাসের প্রথম সোমবার বিভিন্ন শিব মন্দির গুলিতে শুরু হয়েছে শিবের মাথায় জল ঢালার প্রক্রিয়া। প্রতিবারের ন্যায় এবারও সুতির আম্মুহা শ্মশানঘাট কালী মন্দিরে শিবের মাথায় জল ঢালতে উপচে পড়া ভিড় শ্মশানঘাট কালী মন্দির শিবের মাথায় জল জল ঢালা |
মুর্শিদাবাদের বিভিন্ন প্রান্ত থেকে এমনকি এই শ্মশান ঘাট কালী মন্দিরে শিবের মাথায় জল ঢালতে আছেন ঝাড়খন্ড থেকে ও ভারতের বিভিন্ন প্রান্তে শিবের মাথায় জল ঢালার প্রক্রিয়া শুরু হয়েছে ঠিক সেই মতই সুতির আম্মুহা শ্মশানঘাট কালী মন্দিরের শিবের মাথায় জল ঢালা শুরু হয়েছে ইতিমধ্যেই।
শ্রাবণের প্রথম সপ্তাহেই উপচে পড়া ভিড় মুর্শিদাবাদ এর সুতির আমুয়া পঞ্চগ্রাম শ্মশান কালী মন্দির প্রাঙ্গণে । আগামী সপ্তাহেই লক্ষাধিক শিব ভক্তের উপস্থিতি হবে বলে জানিয়েছেন শ্মশান কালী মন্দিরের শিব কমিটির সদস্যরা।
সুতি শামশেরগঞ্জ ফারাক্কা সহ গোটা মুর্শিদাবাদ এর পাশাপাশি রাজ্য ও ঝাড়খণ্ডের বিভিন্ন প্রান্তের শিব ভক্তরা এখানে এসে শিবের মাথায় জল ঢালেন।