নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কলকাতা :: শনিবার ১৯,জুলাই :: আজ থেকে পড়ে গেল শ্রাবণ মাস। ভগবান শিব ভক্তদের কাছে শ্রাবণ মাসের গুরুত্ব অপরিসীম। সারা মাস ধরে বিভিন্ন শিব মন্দিরগুলিতে ভগবান শিবের মাথায় জল ঢালতে ভক্তদের উপচে পরে ভিড়।
কমলা বস্ত্র পরে ভগবান শিবের মাথায় জল ঢালতে বিভিন্ন শিব মন্দিরগুলিতে থাকে ভক্তদের লম্বা লাইন। শ্রাবণ মাসের সোমবার গুলিতে ভগবান শিবের মাথায় জল ঢালতে ভক্তদের সমাগম বিভিন্ন শিবের মন্দিরগুলিতে লক্ষ্য করা যায়।
মহিলারা বিভিন্ন রংবেরঙের চুড়ি পরে দেবাদিদেব মহাদেবের আরাধনা ও মহাদেবের মাথায় জল ঢালতে রওনা হয়ে থাকেন। এই সময় কাচের চুড়ির বাজার থাকে তুঙ্গে। দেখা গেল বিভিন্ন দোকানগুলিতে কাচের চুড়ি রয়েছে।ব্যবসায়ীরা জানিয়েছেন ভালই বিক্রি হচ্ছে প্রত্যেক বছরের মত, তবে সব থেকে চাহিদা রয়েছে সবুজ রংয়ের কাচের চুড়ির। শ্রাবণ মাস সবে মাত্র পড়লেও অনেক আগে থেকেই কাঁচের চুড়ির বিক্রি বেড়েছে। আশা রাখছেন প্রতি বছরের মত এ বছরও ব্যাপক হারে বিক্রি হবে কাচের চুড়ি ।