নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: বৃহস্পতিবার ২৪,এপ্রিল :: শহর বর্ধমান থেকে কাশ্মীর ঘুরতে গিয়ে শ্রীনগরে আটকে থাকা দুজন পর্যটক তাদের ভিডিও করে পাঠালো তাদের পরিজনদের। তারা তাদের সমস্যার কথা জানালো।
গত ১৪ এপ্রিল তারা রওনা দিয়েছিল কাশ্মীরের উদ্দেশ্যে এবং গতকাল পেহেলগাঁও এ জঙ্গি হামলার আগেই তারা সেই স্থান ছেড়েছিল বলে জানান এখন তারা শ্রীনগরে আটকে। অত্যাধিক গাড়ি ভাড়া ও প্লেনের ভাড়া হয়ে যাওয়ায় চিন্তাতেও আছে তারা। এক ধরনের জনশূন্য হয়ে পড়েছে শ্রীনগর এলাকা বলে জানান তারা।