শ্রীনগরে কাজে গিয়ে গুলিবিদ্ধ মালদহের দুই যুবককে ফিরিয়ে নিয়ে আসা হল মালদহে

কুমার মাধব :: সংবাদ প্রবাহ :: মালদহ :: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে শ্রীনগরে কাজে গিয়ে গুলিবিদ্ধ মালদহের দুই যুবককে ফিরিয়ে নিয়ে আসা হল জেলায়। আজ সকাল ছটা নাগাদ গৌড় এক্সপ্রেসে মালদা ফেরেন দুই যুবক আনিকুল ইসলাম ও নাজিমুল ইসলাম।

গতকালই তাঁদের বিমানযোগে ফিরিয়ে আনা হয়েছিল কলকাতায়। এরপর আজ সকালে ট্রেনে মালদহে পৌঁছন। পরবর্তী চিকিৎসার জন্য তাঁদের দু’জনকেই ভর্তি করা হয়েছে মালদা মেডিকেল কলেজের ট্রমা সেন্টারে। গুলিবিদ্ধ দুইজনের মধ্যে একজনের অবস্থা এখনও যথেষ্ট আশঙ্কাজনক। গুলিবিদ্ধ দুই জনে মালদহের মালতিপুর বিধানসভার চাঁচলের বাসিন্দা। এদিন স্টেশনে ও হাসপাতালে হাসপাতালে তদারকিতে হাজির ছিলেন মালতিপুরের তৃণমূল বিধায়ক তথা জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সী, এবং ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান ও রাজ্যের প্রাক্তন মন্ত্রী কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী।

রাজ্য সরকারের উদ্যোগে দুই যুবকের চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে বলে জানিয়েছেন তাঁরা। পাশাপাশি তৃণমূলের তরফ থেকে আর্থিক সাহায্য দেওয়া হবে বলেও জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

9 − four =