নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: বুধবার ১৩,মার্চ :: পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী ১ নম্বর ব্লকের নাদানঘাট থানার অন্তর্গত চাঁদপুরে শ্রীরামপুর গ্রামীণ হাসপাতালে নবনির্মিত ১০০ শয্যা বিশিষ্ট অতিরিক্ত একটি ওয়ার্ডের শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এছাড়াও শ্রীরামপুর গ্রামীণ হাসপাতালের অধীন নবনির্মিত ব্লক পাবলিক হেলথ ইউনিটেরও আজ শুভ উদ্বোধন হয়।
পশ্চিমবঙ্গ সরকারের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়ালি এই দুটি জনমুখী প্রকল্পের শুভ উদ্বোধন করেন।এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক তথা রাজ্যের প্রাণিসম্পদ উন্নয়ন দপ্তরের মন্ত্রী স্বপন দেবনাথ, পূর্বস্থলী ১ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি দিলীপ মল্লিক, রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত শিক্ষক দেবাশীষ নাগ, পরিমল দেবনাথ সহ বিশিষ্ট ব্যক্তিগণ।
নবনির্মিত ১০০ শয্যা বিশিষ্ট ওয়ার্ড এর জন্য প্রায় ১২ কোটি টাকা এবং পাবলিক হেলথ ইউনিটের জন্য প্রায় সাড়ে ৫ লক্ষ টাকা ব্যয় হয়েছে বলে জানা যায়। পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর থেকে এই দুটি প্রকল্পের জন্যই অর্থ বরাদ্দ হয়েছে বলে জানা যায়।