কুমার মাধব :: সংবাদ প্রবাহ :: মালদা :: এবারের মালদা জেলার কাজি গ্রাম অঞ্চলের শ্রীরাম পুর এ বি এস ক্লাব এন্ড লাইব্রেরী প্রতি বছরের ন্যায় এ বছরও সরস্বতী পূজো ২১ বছরে পদার্পণ করলো । এ বছরর থিম বিদ্যার দেবী সরস্বতী দর্শনার্থীদের নজরে পড়ার মতো।
পুজো উদ্যোক্তা বিপ্লব মণ্ডল জানান ১৯৯০ সাল থেকে পুজো করে আসছে গ্রামের ছোট-বড় মহিলা পুরুষ থেকে সকলেই। এই পুজোয় ক্লাব সদস্যরা তুলে ধরেছেন বিবর্তনের ইতিহাস আদিম মানুষের গুহা।
এই থিম দেখেই দর্শনার্থীদের চোখে পড়ার মতো ঢল নেমেছে এই পুজো মণ্ডপে। এই ক্লাবের সদস্যদের বক্তব্য যে তারা দর্শনার্থীদের আশায় দিন গুনছিলেন। ইতিমধ্যেই পুজোর আগেই লকডাউন খুলে দিল রাজ্য সরকার। তাতেও সতর্ক বার্তা চালাচ্ছেন জেলা প্রশাসন।
তবে লকডাউন খুললেও করোনা বিধি মেনেই পুজো দর্শনার্থীদের পুজো পরিক্রমা করতে বলা হচ্ছে। এবং মাস্ক স্যানিটাইজার ব্যবহার করতে বলা হচ্ছে। পুজোর মন্ডপে ঢুকতেই পুজো উদ্যোক্তারা স্যানিটাইজার ব্যবহার করে মণ্ডপে প্রবেশের নির্দেশ দিচ্ছেন।