সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: স্পোর্টস ডেস্ক :: বৃহস্পতিবার ২৫,সেপ্টেম্বর :: দুঃস্বপ্নের এশিয়া কাপে এক টুকরো আশার আলো পাকিস্তানের। সুপার ফোরের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে ফাইনালে ওঠার সম্ভাবনা বাঁচিয়ে রাখল পাক দল।
আবু ধাবিতে লো স্কোরিং ম্যাচে গতবারের রানার্স শ্রীলঙ্কাকে পাকিস্তান হারিয়ে দিল ৫ উইকেটে। ভারতের বিরুদ্ধে জোড়া হারের যন্ত্রণা সামলে এদিন ব্যাটে-বল-ফিল্ডিং সব বিভাগেই লঙ্কা ব্রিগেডকে ওড়াল পাকিস্তান।