নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মথুরাপুর :: বৃহস্পতিবার ৫,সেপ্টেম্বর :: আরজিকর কান্ডের আবহে এবার শ্লীলতাহানির অভিযোগে এক ব্যক্তিকে পিটিয়ে মারার অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়াল দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুরে। নিহতের নাম বাবলু পাহাড়ী (৬২) । স্থানীয় মন্দিরবাজার এলাকার বাসিন্দা।
এই ঘটনায় দুজন মহিলা সহ মোট তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনার সূত্রপাত বুধবার বেলার দিকে মথুরাপুরের উত্তর লক্ষ্মীনারায়ণপুর এলাকার বছর ২৭ এর এক মহিলা হটাৎ অসুস্থ হয়ে পড়েন। পরিবারের লোকজন ভাবেন মহিলাকে ভূতে পেয়েছে । তখন গুনিন বাবলু পাহাড়ীকে ফোন করে ডাকা হয় ওই বাড়িতে।
অভিযোগ, মহিলাকে ঝাড়ফুঁক করার নামে শ্লীলতাহানি করে বাবলু । মহিলার পরিবারের লোকজন ক্ষিপ্ত হয়ে ওই গুনিনকে পেটাতে থাকে। পিটুনির জেরে অসুস্থ হয়ে পড়ে ওই গুনিন। খবর পেয়ে গ্রামে পুলিশ আসে । তাকে উদ্ধার করে মথুরাপুর হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। নিহত গুনিনের পরিবারের অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যে তিনজনকে গ্রেফতার করেছে মথুরাপুর থানার পুলিশ।