শ্রী শ্রী জগন্নাথ দেবের স্নান যাত্রা উপলক্ষ্যে রবিবার সকাল থেকে রাইপুর ইস্কন মন্দিরে রবিবার সকাল থেকে সাজো সাজো রব।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বাঁকুড়া :: রবিবার ৪,জুন :: শ্রী শ্রী জগন্নাথ দেবের স্নান যাত্রা উপলক্ষ্যে রবিবার সকাল থেকে রাইপুর ইস্কন মন্দিরে রবিবার সকাল থেকে সাজো সাজো রব। অসংখ্য ভক্তের উপস্থিতিতে এদিন জগন্নাথ দেব, বলভদ্র ও সুভদ্রাকে নবরুপে সাজিয়ে কীর্তন গান সহযোগে মূল মন্দির থেকে নাট মন্দিরে নিয়ে আসা হয়।

সেখানে নির্দিষ্ট পরিমান ঘি, দুধ, দই, মধু, ডাবের জল সহ অন্যান্য উপকরণ দিয়ে বিগ্রহদের স্নান কার্যের সূচনা করেন রাইপুর ইস্কন মন্দিরের অধ্যক্ষ রসময় আনন্দ প্রভূ। পরে একে একে অন্যান্য ভক্তরা এই কাজে অংশ নেন। সবশেষে রীতি মেনে বিগ্রহদের মূল মন্দিরে নিয়ে আসা হয়। এরপর প্রভূ জগন্নাথ, বলরাম ও সুভদ্রা এখানেই আগামী সাত দিনের লোকচক্ষুর অন্তরালে থাকবেন।

অষ্টম দিনে জগন্নাথ সহ বলরাম, সুভদ্রা রথে চড়ে ভক্তদের শান্তির বার্তা দিতে বের হবেন বলে জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nine − 6 =