শ্রী শ্রী ঠাকুর সত্যানন্দ শীল্ড ফুটবল টুর্নামেন্ট দুবরাজপুরে শুরু হলো

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: দুবরাজপুর :: শুক্রবার ২৩,আগস্ট :: স্বামী  বিবেকানন্দের  অন্যতম বাণী হল ‘গীতা পাঠ অপেক্ষা ফুটবল খেলা উত্তম’। তাই প্রতিবছরের মতো এবছরও বীরভূম জেলার দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের পরিচালনায় ৬১ তম শ্রীশ্রী ঠাকুর সত্যানন্দ শীল্ড ফুটবল টুর্নামেন্টের সূচনা শুরু হলো আজ সারদা ফুটবল ময়দানে।

জেলা নয়, রাজ্যের ৮ টি ফুটবল দল নিয়ে এই খেলা শুরু হল। ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে ১লা সেপ্টেম্বর। এই খেলা এতটাই জনপ্রিয় যে, এই খেলা দেখতে বহু দূরদূরান্ত থেকে ফুটবলপ্রেমী মানুষজন ছুটে আসেন।
প্রসঙ্গত, ১৯৬৩ সালে স্বামী ভুপানন্দ মহারাজ তাঁর গুরুদেব ঠাকুর সত্যানন্দের নামে এই খেলা শুরু করেছিলেন।

ফুটবলের প্রতি যুব সমাজকে আকৃষ্ট করতে পাশাপাশি মানুষের মনে আনন্দ দিতে এই খেলা শুরু করেছিলেন। এই খেলার শুভ সূচনা করেন বরানগর শ্রীশ্রী রামকৃষ্ণ আশ্রমের সংঘপতি স্বামী গৌরানন্দজী মহারাজ। উদ্বোধনী অনুষ্ঠানে এদিন উপস্থিত ছিলেন দুবরাজপুর ব্লকের বিডিও রাজা আদক সহ প্রমুক নাগরিক বৃন্দ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

18 − 12 =