নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: হাওড়া :: সোমবার ৭,এপ্রিল :: হিন্দু শাস্ত্র মতে পুরুষোত্তম রাম হচ্ছেন হিন্দুদের দেবতা। বিগত ৪০০ বছর আগে থেকে হাওড়ার রামরাজাতলাতে পূজিত হয়ে আসছেন শ্রী শ্রী রাম, সঙ্গে পুজিতে হন মাতা সীতা দেবী, অনুজ লক্ষণ এবং রামের পরম ভক্ত বজরংবলী।
দীর্ঘ এই বছরগুলি ধরে প্রথা মেনে সাড়ম্বরে পুজিত হয়ে আসছে এই রামপূজো। এই পুজোকে কেন্দ্র করে রামরাজাতলা রামমন্দিরে কয়েক লক্ষদিক মানুষ আসেন এই পুজোয় দূর- দূরান্ত থেকে। এই পুজোকে কেন্দ্র করে রামরাজাতলার এই মন্দির চত্বর জুড়ে বসে হরেক রকম দোকানপাট। তৈরি হয় একটি মেলার পরিবেশ।
আজ থেকে এই মেলা চলবে প্রায় তিন মাস। এই তিন মাস হাওড়া সিটি পুলিশের নজরদারি থাকবে এই অঞ্চলগুলিতে। মুড়ে ফেলা হয়েছে এই অঞ্চল গুলি সিসিটিভি ক্যামেরায় যাতে কোন রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে রাম পুজো উপলক্ষে।
মেলা চত্বর বা মন্দির চত্বরে তার দিকে সজাগ দৃষ্টি রেখে থাকেন হাওড়া সিটি পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থেকে সাধারণ পুলিশের কর্মীরা।
কিন্তু বিগত বছরগুলি থেকে এ বছর গুলি অগণিত মহিলা ভক্তরা এসেছেন রামকে দর্শন করতে কিন্তু তাদের শৌচালয় অথবা বায়ো টয়লেটের কোন কিছুর ব্যবস্থা করা হয় না প্রশাসনের তরফ থেকে।
এই বিষয় নিয়ে মহিলা ভক্তদের মধ্যে আক্ষেপ থেকে যায়, যে তারা এত দূর-দুরান্ত থেকে আসেন অথচ ভোর তিনটে থেকে পূজো শুরু হয় সারাদিন চলে পূজা অর্চনা। কিন্তু এই সমস্যার সম্মুখীন হতে হয় মহিলা ভক্তদের।
তাই তারা হাওড়ার প্রশাসনের কাছে অনুরোধ করছেন যেন তাদের দিকে তাকিয়ে বায়ো টয়লেট এবং শৌচাগার তৈরি করা হয় আগামী বছরে।