নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কালনা :: শনিবার ২৬,জুলাই :: শ্রেণিকক্ষে বন্ধুদের সাথে গল্প করায় অষ্টম শ্রেণীর এক ছাত্রকে বেধড়ক মারধর করার অভিযোগ এক শিক্ষকের বিরুদ্ধে। এই ঘটনায় ওই ছাত্রের পরিবার শুক্রবার রাতে কালনা থানার দারস্থ হন শিক্ষকের বিরুদ্ধে।
ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার কালনার কৃষ্ণদেবপুর উচ্চ বিদ্যালয়ে। আহত ওই পড়ুয়াকে শুক্রবার সন্ধ্যায় কালনা মহকুমা হসপিটালে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়। মারের চোটে ছাত্রের হাতের আঙুল ফেটেছে।
শরীরের একাধিক জায়গায় বেতের দাগও রয়েছে। ওই ছাত্রের মা জানান, আমার ছেলে অষ্টম শ্রেণীর ছাত্র কৃষ্ণদেবপুর উচ্চ বিদ্যালয়ে।
স্কুল ছুটির আগেই দুজন শিক্ষক বাইকে করে এসে বাড়ির সামনে ছেলেকে নামিয়ে দিয়ে যায়। তখনই জানতে পারি শিক্ষকের মারধরের কথা। বাড়ি ফেরার কিছুক্ষণ পর সে আরও অসুস্থ হয়ে পড়ে। তাকে কালনা হসপিটালে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়। যদিও এ প্রসঙ্গে অভিযুক্ত শিক্ষকের কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি।