কুমার মাধব :: সংবাদ প্রবাহ :: মালদহ :: বৃহস্পতিবার ১৯,অক্টোবর :: শ্লীলতাহানির শিকার হয়েও সুবিচার পাচ্ছেন না নির্যাতিতা।মালদা জেলার হরিশ্চন্দ্রপুর থানা এলাকার মিসকিনপুরের এই ঘটনা সামনে আসতেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। চলতি মাসের ১০ তারিখ সন্ধ্যা বেলা মিসকিনপুরের স্থানীয় এক গৃহবধূ বাজার থেকে বাড়ির পথে ফিরছিলেন।
সেই সময় মাঝ রাস্তায় স্থানীয় এক ব্যক্তি তাকে জোর করে কবরস্থানের পাশে বাঁশঝাড়ে টেনে নিয়ে যান।অশ্লীল কথাবার্তা বলেন এবং কুপ্রস্তাব দেন।মহিলা রাজি না হলে তাকে মারধোর করে পরনের বস্ত্র ছিড়ে শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ। মহিলার চিৎকার শুনে তার ছেলে ছুটে এলে ছেলেকেও বেধড়ক মারধর করা হয়।
হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে চিকিৎসা হয়েছে আক্রান্তের ছেলের। এদিকে এই ঘটনায় আক্রান্ত মহিলা হরিশ্চন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করতে গেলে অভিযোগ পত্রের লেখা বারবার পুলিশের পক্ষ থেকে পরিবর্তন করা হয়েছে বলে দাবি আক্রান্তের পরিবারের।