নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বালুরঘাট :: বুধবার ৯,অক্টোবর :: পুজোর আনন্দের মাঝে বিষাদের ছায়া। দক্ষিণ দিনাজপুরের হিলি বালুরঘাট রোডে ৫১২ নম্বর জাতীয় সড়কের বসন্তা এলাকায় আজ ষষ্ঠীর সকালে ঘটে গেল এক বড়সড় দুর্ঘটনা।
নিয়ন্ত্রণ হারিয়ে হিলি-বালুরঘাট রুটের একটি যাত্রীবাহী বাস রাস্তার উপর উল্টে যায়। স্থানীয় সূত্রে জানা গেছে, ওই বাসে প্রায় ৯-১০ জন যাত্রী ছিলেন, যাঁদের মধ্যে বাসের মালিক অরুণ সরকার নিজেও ছিলেন।
প্রত্যক্ষদর্শীদের মতে, একটি বৃদ্ধ পথচারীকে বাঁচানোর চেষ্টা করতে গিয়েই দুর্ঘটনা ঘটে। বাসটি হঠাৎ করে সড়ক থেকে সরে গিয়ে উল্টে যায়। দুর্ঘটনার তীব্র শব্দ এবং বাসের যাত্রীদের চিৎকার শুনে স্থানীয় বাসিন্দারা ছুটে আসেন এবং উদ্ধারকাজ শুরু করেন। আহতদের মধ্যে কয়েকজনকে স্থানীয়দের সহায়তায় দ্রুত বালুরঘাট জেলা হাসপাতালে পাঠানো হয়।
খবর পেয়ে ঘটনাস্থলে আসে হিলি থানার পুলিশ। দুর্ঘটনাগ্রস্ত বাসটি রিকভারি ভ্যানের সাহায্যে থানায় নিয়ে যাওয়া হয়। বাসটি কীভাবে নিয়ন্ত্রণ হারাল, তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।