সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: নকশালবাড়ি :: শনিবার ১,জুলাই :: খড়িবাড়ির তেলেঙ্গাজ্যোৎ এলাকায় ষাঁড়ের গুঁতোয় মৃত্যু হল এক ব্যক্তির, আহত হলেন পাঁচজন । অবশেষে বনকর্মীদের হাতে ধরা পড়ল খুনে ষাঁড়টি। এরপর এখন কিছুটা স্বস্তিতে এলাকাবাসী।
বেশ কিছুদিন ধরে ওই এলাকায় দাপিয়ে বেড়াচ্ছিল ষাঁড়টি। ষাঁড়ের গুঁতোয় মৃত্যু হয় এক ব্যক্তির । গুরুতর আহত হয় পাঁচজন। তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা মহল্লা জুড়ে । এরপর ওই ষাঁড়টিকে ধরার চেষ্টা করছিলেন স্থানীয় মানুষজন ।
কিন্তু কোনরকমে বাগে আনতে না পারায় ঘোষপুকুর বনবিভাগ , এলিফ্যান্ট স্কোয়াড , খড়িবাড়ি পুলিশ ও প্রাণী সম্পদ বিকাশ বিভাগের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ সময় ধরে কসরত চালিয়ে ষাঁড়টিকে শেষমেশ ধরে ফেলে । এরপর তাকে শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্কে পাঠানো হয়।