নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: গাইঘটা :: বাচ্চাদের খাবার, ঠাণ্ডা পানিও সহ একাধিক মেয়াদ উত্তীর্ণ সামগ্রী বিক্রি করার অভিযোগ এক ষ্টশনারী দোকান দারের বিরুদ্ধে। স্থানীয় সূত্রে জানাগিয়েছে, চাদপাড়ায় কাটপট্ট মোড়ে কার্তিক বিশ্বাস নামে এক ব্যক্তি দোকানে শনিবার রাতে একটি পানিয়র বোতল কিনতে যান এক ব্যক্তি।
অভিযোগ পানিয়ার বোতলের মেয়াদ উত্তীর্ণ দেখতে পান ওই ক্রেতা। স্থানিয়দের দাবি, বিষয়টি দোকানদারকে জানালে তাতে ভ্রুক্ষেপ করতে চাননি দোকান মালিক। পরবর্তীতে স্থানীয়রা গিয়ে দেখতে পান ওই দোকানের একাধিক সামগ্রীর মেদ উত্তীর্ণ হয়ে গিয়েছে। যা দিনের পর দিন বেচে চলেছেন দোকান মালিক।
এই ঘটনা সামনে আসতেই চাঞ্চল্য ছড়ায় এলাকায় খবর পেয়ে ঘটনাস্থলে যায় গাইঘটা থানার। পুলিশ প্রাথমিকভাবে দোকানটি বন্ধ করে দেয় পুলিশ এবং দোকান থেকে বেশ কিছু সামগ্রী তারা বাজেয়াপ্ত করে নিয়ে যান। আটক করে দোকান মালিকের ছেলেকে। বিষয়টি খতিয়ে দেখে আশ্বাস দিয়েছেন চাঁদপাড়া বাজার ব্যবসায়ী সমিতি।