সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: মন্দির বাজার :: সংক্রমণ এড়াতে দক্ষিণ ২৪ পরগনার অন্যতম বড় মেলা মন্দিরবাজারের দক্ষিণ বিষ্ণুপুরের প্রাচীন গঙ্গা মেলা বা স্নান এবছর বন্ধ থাকছে। দক্ষিণ বিষ্ণুপুর মহাশ্মশাণের পাশ দিয়ে বয়ে চলা আদিগঙ্গার পাড়ে মকর সংক্রান্তির দিন পূণ্যস্নান আয়োজিত হয়। এই গঙ্গাস্নান উপলক্ষে মেলা বসে এখানে। এই মেলায় সমস্ত পুরানো জিনিসপত্র বিক্রি হয়।
এই মেলায় প্রতিবছর লক্ষাধিক মানুষ ভিড় করেন। তবে এবছর সংক্রমণের কথা মাথায় রেখে এই মেলা বন্ধ করে রাখা হয়েছে বলে খবর। এ নিয়ে মন্দিরবাজারের বিডিও কৌশিক সমাদ্দার জানান কোভিড পরিস্থিতিতে এবছর মেলা বন্ধ করা হয়েছে। সমস্ত জায়গায় জানিয়ে ও দেওয়া হয়েছে। সাধারণ মানুষ এই নির্দেশ যেনো মেনে চলেন।