সংখ্যাগরিষ্ঠতা না থাকা সত্ত্বেও মালদহের চাঁচলের ১নং ব্লকের কলিগ্রাম গ্রাম পঞ্চায়েতে বোর্ড গঠন করল তৃণমূল কংগ্রেস।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মালদহ :: শুক্রবার ২৫,আগস্ট :: একক সংখ্যাগরিষ্ঠতা না থাকা সত্ত্বেও মালদহের চাঁচলের ১নং ব্লকের কলিগ্রাম গ্রাম পঞ্চায়েতে বোর্ড গঠন করল তৃণমূল কংগ্রেস।দীর্ঘ টানাপোড়নের শেষে কংগ্রেসের জয়ী পাঁচজন প্রার্থীর সমর্থন নিয়ে এককভাবে চাঁচলের কলিগ্রাম গ্রাম পঞ্চায়েত দখল করল তৃণমূল কংগ্রেস।

প্রধান পদে স্বপদে বহাল থাকলেন রেজাউল খাঁন।উপপ্রধান নির্বাচিত হয়েছে মুক্তি দাস। যে কোনো রকম অপ্রীতিকর ঘটনা এড়াতো চাঁচল থানার আইসি পূর্ণেন্দু কুণ্ডুর নেতৃত্বে মোতায়েন ছিল বিশাল পুলিশ বাহিনী।পঞ্চায়েত নির্বাচনে মোট ২০ টি আসনের মধ্যে তৃণমূল পায় ৭ টি আসন,কংগ্রেস ৮ টি,সিপিআইএম ২ টি এবং বিজেপি ৩ টি।

প্রধান ও উপপ্রধানের জন্য তিন দলই লড়াই করে। ভোটাভুটিতে ২০ টি র মধ্যে ১২ টি ভোট পেয়ে প্রধান এবং উপপ্রধান নির্বাচিত হয়।বোর্ড গঠন খবর বাইরে আসতেই বিজয় উল্লাসে মেতে উঠেছে তৃণমূল কর্মী সমর্থকেরা।প্রধান এবং উপপ্রধানকে গলায় মালা পরিয়ে শুভেচ্ছা জানায় তৃণমূল নেতারা।নয়া প্রধান রেজাউল খানকে কাছে পেয়ে তৃণমুল কংগ্রেসের কর্মীরা কাধে তুলে নিয়ে গোটা গ্রাম পরিক্রমা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twenty − 18 =