নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কলকাতা :: রবিবার ৩১,আগস্ট :: তৃণমূল কংগ্রেসের বর্ষীয়ান সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফের বিতর্কের কেন্দ্রস্থল হয়েছেন।
সম্প্রতি সংসদে তিনি দলের মহিলা সাংসদদের বিরুদ্ধে প্রচলিত চুপ থাকার প্রবণতা এবং সমর্থন না জানানোর অভিযোগ তুলেছেন। তাঁর বক্তব্যে ইঙ্গিত ছিল বর্তমান উপ দলনেত্রী শতাব্দী রায়-সহ অন্য মহিলা সাংসদের দিকে ।লোকসভায় তৃণমূলের মুখ্য সচেতকের দায়িত্ব থেকে সাম্প্রতিক পদত্যাগের প্রেক্ষিতে কল্যাণ উল্লেখ করেছেন, দলের গুরুত্বপূর্ণ তথ্য মমতা ও অভিষেক-দ্বয়ের কাছে পৌঁছাতে পারেনা বলে অভিযোগ করেছেন। তাঁর কথায়, “সব কথা ফিল্টার হয়, মমতা বা অভিষেক পর্যন্ত পৌঁছায় না।”
তাঁর অভিযোগের আরও একটি লাইন ছিল: “সংসদে যখন আমাকে আক্রমণ করা হচ্ছে, তখন তৃণমূলের মহিলা সাংসদরা সব চুপ করে বসে থাকে।” এমন পরিস্থিতিতে, “যখন দলের এমপিকে সমর্থন করা উচিত, সেটি তারা করেন না,” বলেন তিনি।
এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে নানা প্রশ্ন উঠেছে—তা কি দলের মধ্যে মহিলাদের প্রতিনিধিত্ব ও ভয়েসের অবনতি নির্দেশ করে? নাকি কল্যাণের বক্তব্য একরকম আভাস মাত্র, যার উদ্দেশ্য দলের নীতি ও অঙ্গনে পরিবর্তন আনা ?