নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মালদহ :: মঙ্গলবার ১৪,মে :: ইংরেজবাজার পৌরসভার কুড়ি নম্বর ওয়ার্ডের সর্বমঙ্গলা পল্লীতে অবস্থিত পুকুর যা বেতা পুকুর নামে পরিচিত। সংস্কারের অভাবে পচে গিয়েছে পুকুরের জল। বিগত সাত আট দিন ধরে মাছ মরে ছড়াচ্ছে দুর্গন্ধ। পচা গন্ধে অতিষ্ট এলাকাবাসী। শুধু পুকুরের আসে পাশের বাড়িই নয় সমগ্র পল্লী এলাকা জুড়ে অস্বাস্থ্যকর পরিবেশ।
দুর্গন্ধে টিকতে পারছেন না বসবাসকারী মানুষজন। তবে এই ঘটনা এইবার প্রথম নয়। বিগত দিনেও এই পুকুরের মাছ পচে দুর্গন্ধে অস্বাস্থ্যকর পরিবেশ তৈরি হয়েছিল। তবে এবারে অনেকটাই বেশি। কোনো ব্যবস্থা নিচ্ছে না পুকুর মালিক। এলাকাবাসীদের দাবি অতি দ্রুত পুকুরের পচা মাছ সরিয়ে পুকুর পরিষ্কার করা হোক।
খবর পেয়ে ছুটে আসেন কুড়ি নম্বর ওয়ার্ডের কাউন্সিলর চৈতালি ঘোষ সরকার। পুকুরের চারপাশ ঘুরে দেখেন এবং পৌরসভার চেয়ারম্যান কে জানিয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণ করার আশ্বাস দিয়েছেন তিনি।