কুমার মাধব :: সংবাদ প্রবাহ :: মালদহ :: রবিবার ৯,মার্চ :: আদিনা সার্কেলের অন্তর্গত সকল প্রাথমিক নিম্ন বুনিয়াদি উচ্চ মাধ্যমিক এবং মাদ্রাসা স্কুলগুলিতে আন্তর্জাতিক নারী দিবস বৃক্ষরোপণের মাধ্যমে এবং বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে পালন করা হলো।
স্থানীয় জাতীয় এবং আন্তর্জাতিক স্তরে সু প্রতিষ্ঠিত নারীদের জীবন কাহিনী তুলে ধরে এবং বিভিন্ন সংস্কৃতি অনুষ্ঠানের মাধ্যমে শিশুদের উদ্দীপিত এবং উজ্জীবিত করার একটি ক্ষুদ্র প্রয়াস করা হয়েছেl
আদিনা সার্কেলে অবর বিদ্যালয় পরিদর্শক মাননীয়া অমৃতা বিশ্বাস মহাশয়া বলেন নারীদের সাংবিধানিক অধিকার, সমতা এবং নারী ও কন্যার উন্নয়নের ব্যাপারে আমরা সর্বদা উদ্যোগী ।
আদিনা সার্কেলের অন্তর্গত চৈতা প্রাথমিক বিদ্যালযের সহ শিক্ষক শ্রীকুন্তল পাল বলেন আজ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আমাদের অবর বিদ্যালয় পরিদর্শকের উদ্যোগে সব স্কুলেই খুব সুন্দর এবং সুষ্ঠুভাবে আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়েছে l
আমাদের রাজ্যের প্রধান একজন নারী ,আমাদের কাউন্সিলের চেয়ারম্যান একজন নারী এবং আমাদের অবর বিদ্যালয় পরিদর্শকও একজন নারী ,সুতরাং এই দিনটি আমরা ভীষণ গর্বের সঙ্গে আড়ম্বরপূর্ণভাবে উদযাপন করলাম।