সকল মানুষের সুরক্ষার দাবিতে ১০০ কিলোমিটার পদযাত্রা আদিবাসী সমাজের।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: নদীয়া :: শনিবার ২৪,আগস্ট :: সকল মানুষের সুরক্ষার দাবিতে ১০০ কিলোমিটার পদ যাত্রা আদিবাসী সমাজের। নদীয়ার কৃষ্ণগঞ্জের মাজদিয়া থেকে শুরু হলো পদযাত্রা । মাজদিয়া থেকে শুরু হওয়া পদযাত্রা শেষ হবে কল্যাণী সীমান্তে । দীর্ঘ ১০০ কিলোমিটার রাস্তা পদযাত্রা করল আদিবাসী সমাজ।

আদিবাসী সম্প্রদায়ের লক্ষ্য নদীয়ার আদিবাসীরা বিশ্বশান্তির পাশাপাশি বন্যপ্রাণীদের সুরক্ষা , প্রকৃতির সুরক্ষা দেশের সন্তানদের সুরক্ষার দাবিতেই আজ পথে নেমেছে। শুধু নারী নয়,, পুরুষরাও আজ নানা সঙ্কটের মুখে। নিজেদের চেতনাকে জাগ্রত করতে পথে নেমেছে এবার আদিবাসী সমাজ।

এ আন্দোলনে শুধু সরকারের বিরুদ্ধে নয়। নিজেদের সম্প্রদায়ের ভেতরে জঞ্জাল ঘর বেঁধেছে তা অবিলম্বেই পরিষ্কার করা দরকার। আর তাই সঠিক শিক্ষা যেন ঘরে ঘরে শুরু হয়। এমন সব দাবি ও লক্ষ্য নিয়ে আদিবাসী সম্প্রদায়ের পদযাত্রার আয়োজন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

11 + nineteen =