নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মালদহ :: শনিবার ২৬,মার্চ :: সকল সম্প্রদায়ের অধিকার এক। কিন্তু বাংলার মাটিতে দাঁড়িয়ে বিভাজনের রাজনীতি করছে বিজেপি। এই কথা মাথায় রেখে মালদা জেলা তৃণমূলের উদ্যোগে তপসিলি সংলাপ যাত্রা কর্মসূচির সূচনা করা হল।
রাজবাড়ী এলাকায় মালদা জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয়ে ফ্ল্যাগ অফ করে এই কর্মসূচি সূচনা করেন দক্ষিণের তৃণমূল প্রার্থী শাহনওয়াজ আলী রায়হান। এছাড়াও উপস্থিত ছিলেন মালদা জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ। এই বিষয়ে তৃণমূল প্রার্থী শাহনওয়াজ আলী রায়হান জানান, বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে তপশিলি সম্প্রদায়ের মানুষদের বঞ্চিত করা হচ্ছে। তার বহু উদাহরণ রয়েছে।
সম্প্রতি রাম মন্দির উদ্বোধনে আমরা দেখলাম বঞ্চিত করা হয়েছে তপশিলি সম্প্রদায়ের মানুষদের। আমরা তার প্রতিবাদ করছি। এই কারণেই এই কর্মসূচির উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আগামীতে তপশিলি সম্প্রদায়ের মানুষরা কিভাবে আরো অর্থনৈতিকভাবে উন্নতি হবে সহ বিভিন্ন দিক দেখা হবে এই কর্মসূচির মধ্যে দিয়ে।