নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: নন্দীগ্রাম :: ৩০শে মার্চ :: বিধানসভার পর পঞ্চায়েত নির্বাচন কার্যত হটস্পট হতে চলেছে পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম। সকালে স্থানীয় বিধায়ক তথা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রামনবমী মিছিলে হাঁটলেন। বৃহস্পতিবার কার্যত একের পর এক মিছিলে সাক্ষী রইল বাসিন্দারা। সকালে শুভেন্দু অধিকারীর পায়ে হেঁটে মিছিল, বিকালে দিদি সুরক্ষা কবচ কর্মসূচিতে জনসংযোগ করলেন অভিনেত্রী লাভলী মৈত্র।
এদিন বিকালে দিদি সুরক্ষা কবচ কর্মসূচিতে নন্দীগ্রামে সোনাচূড়াতে সিংহবাহিনী মন্দিরে পুজো দিয়ে কর্মসূচি শুরু করেন। নন্দীগ্রামে অভিনেত্রীর আগমনকে ঘিরে স্থানীয় বাসিন্দাদের ভিড় চোখে পড়ার মতো। বাসিন্দাদের সামলাতে কার্যত হিমসিম খেতে হয় নন্দীগ্রাম থানার পুলিশ ও লাভলি মৈত্র দেহরক্ষীর।
এদিন লাভলি মৈত্রকে কর্মী সমর্থকদের সাথে সুসজ্জিত স্কুটি চালিয়ে জনসংযোগ করেন। আবার বেশকিছুটা পথ পায়ে হেঁটে সাধারণ মানুষের সাথে জনসংযোগ করেন। রাজ্য সরকারের উন্নয়ন মূলক প্রকল্পের কথা তুলে ধরেন। এছাড়াও উপস্থিত ছিলেন নন্দীগ্রাম নন্দীগ্রাম-১ ব্লকের তৃণমূলের সভাপতি বাপ্পাদিত্য গর্গ, জেলা কমিটির সদস্য সবুজ প্রধান, পঞ্চায়েত প্রধান গীতারানী মণ্ডল সহ অন্যন্যরা।
যদিও এনিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি নেতৃত্বরা। স্থানীয় বিজেপি নেতা তথা তমলুক সাংগঠনিক জেলা বিজেপির সহ-সভাপতি প্রলয় পাল বলেন ” এইসব করে কিছু হবে না। নন্দীগ্রামের মানুষ বিজেপির পাশে রয়েছে “।