সকাল থেকেই হাওড়ার বিভিন্ন গঙ্গার ঘাট এ তর্পনের উদ্দেশ্যে উপচে পড়া ভিড়

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: হাওড়া :: বুধবার ২,অক্টোবর :: নিজেদের স্বর্গীয় পূর্বপুরুষদের শ্রদ্ধা জানিয়ে তাদের উদ্দেশ্যে তিল ও জল দান করা হয়। এই একটি দিনই হিন্দু শাস্ত্রমতে সমস্ত মানুষ যে যার নিজের নিকটস্থ জলাশয়ে তাদের উদ্দেশ্যে নিষ্ঠা ভরে শুদ্ধভাবে স্নান করে ব্রাহ্মণের মন্ত্র উচ্চারণের সাথে সাথে পূর্বপুরুষদের তিলজল অর্পণ করেন। এই ব্যবস্থাকেই বলা হয় তর্পণ।

এই মহালয়ার দিনে তর্পন কে কেন্দ্র করে হাওড়া সিটি পুলিশের পক্ষ থেকে নেওয়া হয়েছে বিভিন্ন রকম প্রশাসনিক ব্যবস্থা। গঙ্গাবক্ষে টহল দিচ্ছে রিজার্ভ ডিপার্টমেন্টের আধিকারিকেরা এবং প্রত্যেক গঙ্গার ঘাটে লাগানো হয়েছে সিসি ক্যামেরা। যাতে তর্পণ করতে আসা পূর্ণার্থীরা যেন কোন অসুবিধার সম্মুখীন না হয় সেদিকে সজাগ দৃষ্টি রেখেছে সমস্ত প্রশাসনীক বিভাগ থেকে।

কিন্তু প্রত্যেকবারের নয় এবারে ধরা পড়ল ভিন্ন চিত্র । তর্পণ করতে আসা মানুষজনেরা আর জি করের মহিলা ডাক্তারের নৃশংস মৃত্যুর প্রতিবাদ জানিয়ে অভয়ার বিচার চেয়ে অপরাধীদের শাস্তি চেয়ে জলাশয় এবং গঙ্গা তে তার আত্মার শান্তি চেয়ে ভাসানো হলো প্রজ্জ্বলিত প্রদীপ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

18 − thirteen =