নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: হাওড়া :: বৃহস্পতিবার ২০,ফেব্রুয়ারি :: সকাল থেকেই হাওড়া শহরের আকাশের মুখ ভার রয়েছে কালো করে। বজ্রবিদ্যুৎ সহ মুষলধারায় নামল বৃষ্টি তবে গরমের শুরুতে |
এই বৃষ্টি নাকি সামনেই দোল এবং শিবরাত্রিতে সেই মিষ্টি ঠান্ডার আমেজ আনার জন্যই মনে করা হচ্ছে এই বৃষ্টি। তবে এই বৃষ্টিতে শহরবাসী অনেকটাই খুশি। কিন্তু চাষির মাথায় হাত। মাঠে রয়েছে আলু, ফুলকপি টমেটো।