নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: জলপাইগুড়ি :: বুধবার ৯,জুলাই :: সকাল থেকে বনধে মিশ্র সাড়া জলপাইগুড়ি জেলায়। ধূপগুড়ি, জলপাইগুড়ি সহ জেলার বিভিন্ন জায়গায় বনধের সমর্থনে সাত সকালেই রাস্তায় নেমে পড়েছেন বনধ সমর্থকরা। বুধবার লাল পতাকা হাতে বনধ সমর্থকদের ধূপগুড়ি শহরের বিভিন্ন দোকান বন্ধ বন্ধ করতে দেখা যায়।
ধূপগুড়ি শহরে এদিন সকালেই বনধের সমর্থনে মিছিল বের করেন বনধ সমর্থকরা। এরপর সকালে যে সমস্ত দোকান খোলা হচ্ছিল সেই সমস্ত দোকান বন্ধ করতে বলেন বনধ সমর্থকরা। ধূপগুড়ির পাশাপাশি জলপাইগুড়িতেও রাস্তায় নেমেছেন বনধ সমর্থকরা।
তবে জলপাইগুড়িতে অপ্রীতিকর ঘটনা এড়াতে তৎপর পুলিশ। ইতিমধ্যে বেশ কয়েকজন বনধ সমর্থককে আটক করেছে পুলিশ।