নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: নদীয়া :: রবিবার ৭,সেপ্টেম্বর :: সকাল দশটা থেকে শুরু হল নবম দশম শিক্ষক নিয়োগ পরীক্ষা। নবম দশমের পরীক্ষার্থী তিন লক্ষ ১৯ হাজার ৬৫০। রাজ্যে মোট ৬৩৬ টি পরীক্ষাকেন্দ্র। শিক্ষক নিয়োগ পরীক্ষা রাজ্যের অন্যান্য জায়গার পাশাপাশি নদীয়ার শান্তিপুর কলেজেও আয়োজন করা হয় ।
এই পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ৫০০ বেশি। এসএসসির নিয়মাবলী অনুযায়ী পরীক্ষা কেন্দ্র গুলিতে বিশেষভাবে নজরদারির ব্যবস্থা করা হয়েছে। রয়েছে পর্যাপ্ত পুলিশ আধিকারিক থেকে শুরু করে পুলিশ কর্মীরা। অন্যদিকে গোটা পরীক্ষা কেন্দ্র অত্যাধুনিক সিসি ক্যামেরায় মুড়ে ফেলা হয়।
এক প্রকার বলা যেতেই পারে, কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে এসএসসির পরীক্ষা কেন্দ্র গুলি। পরীক্ষার্থীরা জানাচ্ছে বুক ভরা আশা নিয়ে আট বছর পর অনেক প্রতিকূলতা কাটিয়ে তারা আবার বসতে চলেছেন এই পরীক্ষায়। জীবনের সকল পরীক্ষার আরো একবার সুযোগ পাওয়ায় সত্যিই তারা খুব গর্বিত মনে করছেন।
পরীক্ষা কেন্দ্রগুলিতে নিয়ে যাওয়ার না ক্যালকুলেটর স্মার্ট ওয়াচ স্মার্টফোন, এছাড়াও বিশেষভাবে কিছু নিয়মাবলী জারি করেছে এসএসসি। প্রায় শুরু হতে চলেছে পরীক্ষা। পরীক্ষা কেন্দ্রের বাইরে লম্বা লাইন পড়েছে পরীক্ষার্থীদের। বিশেষ চেকিং এর মধ্যে দিয়ে একে একে প্রবেশ করছে পরীক্ষার্থীরা।