নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: আসানসোল :: বৃহস্পতিবার ২০,ফেব্রুয়ারি :: সড়ক দুর্ঘটনায় আহত হলো তিনজন।ঘটনাটি ঘটেছে পানাগড় বাইপাশে পাঠান পাড়া সংলগ্ন এলাকায়।
জানা গেছে একটি ছোট গাড়ি ভুল পথ ধরে দুর্গাপুরের দিকে যাওয়ার সময় বর্ধমান গামী একটি যাত্রীবাহী বাস ১৯ নম্বর জাতীয় সড়ক ধরে সার্ভিস রোডে নামার মুখে ছোট গাড়িটিকে সজোরে ধাক্কা মারলে ছোট গাড়িটি ডিভাইডার অতিক্রম করে বর্ধমান গামী রাস্তার আছে চলে যায়।যাত্রীবাহী বাসে প্রায় ৩০ জন যাত্রী থাকলেও তাদের কারোর কিছু হয়নি।
অন্যদিকে ছোট গাড়িতে থাকা তিনজন আহত হলে দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে কাঁকসা থানার পুলিশ পৌঁছে আহতদের উদ্ধার করে পানাগড় ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায় ও দুর্ঘটনাগ্রন্থ বাস ও ছোট গাড়িটিকে ক্রেনের সাহায্য অন্যত্র সরিয়ে নিয়ে যায়।