নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কাঁকসা :: রবিবার ২০,এপ্রিল :: সড়ক দুর্ঘটনায় মৃত্যু হলো এক স্কুটি আরোহীর। মৃতের নাম অনিল লোহার(৪৯)।ঘটনাটি ঘটেছে কাঁকসার মলানদীঘি এলাকায়। কাঁকসার মলানদীঘি এলাকার বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে মুচিপাড়া থেকে শিবপুরের দিকে যাওয়ায় সময় একটি ডাম্পার মলানদীঘি এলাকায় উল্টো দিক থেকে আসা এক স্কুটিতে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে। স্কুটি আরোহী ছিটকে রাস্তার ধরে পড়ে গিয়ে গুরুতর আহত হয়।
অন্যদিকে বেশ কিছুটা রাস্তা ওই ডাম্পারটি স্কুটিটিকে ঘষতে ঘষতে নিয়ে গিয়ে ডাম্পার ছেড়ে পালায় চালক ও খালাসি।খবর পেয়ে ঘটনাস্থলে কাঁকসার মলানদীঘি ফাঁড়ির পুলিশ পৌঁছে গুরুতর আহত স্কুটি আরোহীকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে হাসপাতালের চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
দুর্ঘটনার জেরে মুচিপাড়া শিবপুর রোডে যান চলাচল ব্যাহত হলে পুলিশ দুর্ঘটনাগ্রস্থ ডাম্পার ও স্কুটি অন্যত্র সরিয়ে রাস্তায় যান চলাচল স্বাভাবিক করে।