সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: মঙ্গলবার ৭,জানুয়ারি :: সড়ক দুর্ঘটনা সরকারি যাত্রীবাহী বাস ও বাইকের সংঘর্ষ, ঘটনায় গুরুতর আহত বাইক আরোহী। ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি জলপাইগুড়ি জাতীয় সড়কের রাজগঞ্জের বন্ধুনগর সংলগ্ন এলাকায়।
স্থানীয় সূত্র মারফত জানা গেছে,একটি সরকারি বাস যাত্রী নিয়ে শিলিগুড়ি থেকে জলপাইগুড়ির অভিমুখে যাচ্ছিল।সেই সময় বন্ধুনগর সংলগ্ন এলাকায় একই রাস্তায় দিয়ে একটি দ্রুত গতিতে বাইক বাসের পেছনে ধাক্কা মারে।এই ঘটনায় বাইকের চালক গুরুতর আহত হন।
স্থানীয়রা এরপর বাইক আরোহী কে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করার ব্যবস্থা করে ।খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ভোরের আলো থানা ও ফুলবাড়ি হাইওয়ে ট্রাফিক পুলিশ।দুর্ঘটনাগ্রস্থ গাড়িগুলিকে উদ্ধার করা হয় ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।