নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: জলপাইগুড়ি :: বৃহস্পতিবার ৬জুন :: সততার নজির দেখালেন জলপাইগুড়ির এক টোটো চালক। টাকা, গহনা, এটিএম কার্ড, জরুরি কাগজপত্র সহ মানি ব্যাগ কুড়িয়ে পেয়ে জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশের তুলে দিয়ে সেই টোটো চালক সমাজে বার্তা দিলেন “পরের ধন নাহি লবে, চিরদিন সুখে রবে”।
জানা গেছে জলপাইগুড়ির ইঞ্জিনিয়ারিং কলেজ সংলগ্ন এলাকার টোটো চালক গৌরাঙ্গ রায় রবিবার রাতে জলপাইগুড়িতে টোটো চালানোর সময় একটি ম্যানি ব্যাগ কুড়িয়ে পায়। সেই ম্যানি ব্যাগে নগদ টাকা, সোনার গহনা সহ এটিএম কার্ড ও পরিচয়পত্র ছিল।
টোটো চালক গৌরাঙ্গ রায় ম্যানি ব্যাগ টি প্রকৃত মালিকের কাছে পৌঁচ্ছে দিতে কোতোয়ালি থানার দারস্থ হন রবিবার রাতে। তিনি ম্যানি ব্যাগটি কোতোয়ালি থানার আইসি সঞ্জয় দত্তের হাতে তুলে দেওয়ার পর জানান আমি ছোটো বেলায় বইয়ে পড়েছিলাম ‘পরের ধন নাহি লবে, চিরদিন সুখে রবে।’
তাই মানুষের ধনের প্রতি আমার লোভ লালসা নেই। অন্যদিকে রবিবার রাতে জলপাইগুড়ি কোতোয়ালি থানার আইসি সঞ্জয় দত্ত জানান গৌরাঙ্গ বাবুকে সাধুবাদ জানাই। সমাজের প্রত্যেকটি নাগরিকের এরকমই কর্তব্যরত হওয়া উচিত।’