সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: রবিবার ১০,নভেম্বর :: শিলিগুড়িতে জগদ্ধাত্রী পূজা জমজমাট, মহা অষ্টমীর রাতে দর্শনার্থীদের ঢল দেখা গেল কলেজ পাড়ায় । কলেজপাড়া জগদ্ধাত্রী পুজোর চতুর্থ তম বর্ষ। এবারে তাদের থিম সতীর ৫১ পীঠ, এছাড়া চন্দননগরের ২১ ফুটের জগদ্ধাত্রী প্রতিমার অনুকরণে তৈরি হয়েছে প্রতিমা।
প্রচুর মানুষ জগদ্ধাত্রী প্রতিমার দর্শনে এসেছেন সেই চিত্রই ধরা পড়ল। সতীর ৫১ পীঠ তুলে ধরা হয়েছে এই পূজা মন্ডপে। দর্শনার্থীদের জন্য প্রসাদেরও ব্যবস্থা রয়েছে। শিলিগুড়িতে এবার বেশ কয়েকটি নজর করা জগদ্ধাত্রী পূজা হচ্ছে। তারমধ্যে অন্যতম কলেজ পাড়া জগদ্ধাত্রী পুজো কমিটির দ্বারা পরিচালিত জগধাত্রী পুজো।
এবারে পুজো মণ্ডপের থিম সতীর ৫১ পীঠ রেখেছেন। যাতে সকলেই সতীর ৫১ পীঠ দর্শন করতে পারেন। ঢাকের আওয়াজ ধূপের গন্ধ, মনমুগ্ধকর পরিবেশ সৃষ্টি হয়েছে সংশ্লিষ্ট পূজা মন্ডপে। অনেক দূর দূর থেকে মানুষ এসেছেন এই পুজো মণ্ডপ দেখতে।