নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: শ্রীরামপুর :: সোমবার ১২,জানুয়ারি :: প্রসূতি কেমন আছে তা জানানো হয়নি এই অভিযোগে উত্তপ্ত হয়ে ওঠে হাসপাতাল চত্বর। ঘটনাস্থলে শ্রীরামপুর থানার পুলিশ।
জানা গেছে,রিষড়া এলাকার বাঙুর পার্ক ২ নং রেল গেটের বাসিন্দা রীনা দেবী ভর্তি হন প্রসব যন্ত্রণা নিয়ে।পুত্র সন্তানের জন্ম দেন ও রাতেই মারা যায় সদ্যজাত। পরের দিন বিকেলে দেহ দেয় হাসপাতাল।কিন্তু প্রসূতি মহিলা কেমন আছে তা জানানো হয়নি।
পরিবারের অভিযোগ সময়ে সিজার করেনি হাসপাতাল তাই শিশুকে বাঁচানো যায়নি। বার বার বলার পরও দীর্ঘক্ষন বসিয়ে রাখা হয়েছিল নর্মাল ডেলিভারি করানোর জন্য। শ্রীরামপুর থানার পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে।

