সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: বারুইপুর :: বৃহস্পতিবার ২৮,আগস্ট :: এক মাঝ বয়স্ক অসুস্থ সদ্য অপারেশন হওয়া ব্যক্তিকে রাস্তার ধারে একটি দোকানের সামনে ফেলে রেখে গেল কেউ বা কারা। দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরের ঘটনা।
বারুইপুর পশ্চিম বিধানসভার শিখরবালি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের গোপালপুরে রাস্তার পাশে একটি গ্রিলের দোকানের সামনে এক মাঝবয়স্ক অসুস্থ ডান পায়ে সদ্য অপারেশন হওয়া ব্যক্তিকে দেখতে পায় স্থানীয় বাসিন্দারা।যেহেতু ঐ ব্যক্তি শারীরিকভাবে অসুস্থ, তার পক্ষে একা এখানে আসা সম্ভব নয় বলেই মনে করছেন স্থানীয়রা। কেউ বা কারা তাকে রাতের অন্ধকারে জায়গাটা যেহেতু ফাঁকা, এখানটায় একটি বেডের উপর শুইয়ে রেখে চলে গিয়েছে বলেই মনে করছেন স্থানীয়রা।
শিখরবালি দু’নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান মেনকা নস্কর জানান, প্রতিদিন কিছু না কিছু এমন অমানবিক ছবি ধরা পড়ছে। যেখান থেকে নতুন প্রজন্মের ওপর ভরসা হারিয়ে ফেলছে সাধারণ মানুষ।
তিনি বলেন, বারুইপুর থানার পুলিশ কে খবর দেওয়া হয়েছে। যাতে অবিলম্বে এই বৃদ্ধ অসুস্থ ব্যক্তিকে পুলিশ নিয়ে গিয়ে হাসপাতালে ভর্তি করে সূচিকিৎসার ব্যবস্থা করে।
এছাড়াও তিনি জানান যে বা যারা এই অসুস্থ ব্যক্তিকে এইভাবে ফেলে রেখে গেছে, তাদের শাস্তির ব্যবস্থা করার জন্য তিনি প্রশাসনের কাছে আবেদন করবেন। স্থানীয় বাসিন্দাড়াও অবিলম্বে অসুস্থ ব্যক্তির সুচিকিৎসা ও যারা এই অমানবিক কাজ করেছে তাদের শাস্তির দাবি জানিয়েছেন।