নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মেমারী :: বৃহস্পতিবার ১২,ডিসেম্বর :: বাংলাদেশে ভারতের জাতীয় পতাকার অবমাননা ও সনাতনীদের উপর হামলার প্রতিবাদে পূর্ব বর্ধমান জেলার মেমারীর নতুন বাস স্ট্যান্ড এলাকায় বিশাল বিক্ষোভ অনুষ্ঠিত হলো , এদিন রসুলপুর, পারিজাত নগর সহ বিভিন্ন জায়গা থেকে হাজারে হাজারে সনাতনী মানুষ নতুন বাসস্ট্যান্ডে জমায়েত হন এবং বিক্ষোভ প্রদর্শন করেন ।
তাদের বক্তব্য বাংলাদেশের একশ্রেণীর মানুষ অবমাননা করছে ভারতের জাতীয় পতাকাকে। যে জাতীয় পতাকা ভারতের গৌরব, ঐতিহ্য, শান্তি, সমৃদ্ধির প্রতীক, প্রত্যেকটি ভারতবাসী যে পতাকাকে মা রূপে গণ্য করে সেই পতাকারকে অপমান করেছে বাংলাদেশের মানুষ, তাই প্রতিবাদী হয়ে উঠেছে ভারতের মানুষ।
ভারতের বিভিন্ন প্রান্তে উঠেছে প্রতিবাদের ঝড়। প্রতিবাদীদের বক্তব্য বাংলাদেশে যেভাবে হিন্দু নিধনযজ্ঞ চলছে তা বন্ধ করতে হবে। বাংলাদেশে হিন্দুদের অন্যতম নেতা চিন্ময় কৃষ্ণদাসকে অবিলম্বে মুক্তি দিতে হবে এবং যারা ভারতের জাতীয় পতাকাকে অপমান করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করুন বাংলাদেশ সরকার। সমস্ত ঘটনার নিয়ম অনুযায়ী ভারতের কোন পদক্ষেপ নেয়া থাকলে অতিসত্বর নিক ভারত সরকার।