সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: ডায়মন্ডহারবার :: শুক্রবার ১৪,মার্চ :: রায়নগর কালিনগর থেকে শুরু করে ডায়মন্ড হারবার ক্লাব এন্ড লাইব্রেরির পক্ষ থেকে প্রভাত ফেরির মাধ্যমে শোভাযাত্রা শুরু হয় কচিকাচাদের নাচ বড়রা গান গাইতে গাইতে ডায়মন্ডহারবারের অলিতে গলিতে ঘুরে বেড়াচ্ছেন।
গৃহবাসী খোল দ্বার খোল লাগলো রে দোল। শান্তিনিকেতনের আদলে এই দোলযাত্রার এক নতুন মাত্রা পেল ডায়মন্ড হারবার ক্লাব এন্ড লাইব্রেরির পক্ষ থেকে । অন্যদিকে রায় নগরের প্রবীণরা করতাল নিয়ে কৃষ্ণের মূর্তিকে সামনে রেখে এগিয়ে চলেছেন হরে কৃষ্ণ নাম গেয়ে।
একইভাবে উৎসবকে সামনে রেখে কালিনগরের বাসিন্দারা তারাও খোল করতাল নিয়ে বসন্ত উৎসবের গান গেয়ে গেয়ে গ্রামের অলিতে গলিতে প্রদক্ষিণ করছেন ।