নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কাঁথি :: সোমবার ৬,জানুয়ারি :: দীঘার জগন্নাথ মন্দির নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ জানালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেই সঙ্গে সনাতনীদের বিষয়ে রাজ্যের মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরীর বক্তব্যের তীব্র প্রতিবাদ জানান তিনি।
এই মন্তব্যের জন্য সিদ্দিকুল্লা চৌধুরীর বিরুদ্ধে থানায় অভিযোগ জানানোর জন্য সনাতনীদের আহ্বান জানালেন শুভেন্দু অধিকারী। রবিবার সন্ধ্যায় পূর্ব মেদিনীপুরের রামনগরের সভা থেকে বিরোধী দলনেতা কথাগুলি বলেন।
কন্টাই কো-অপারেটিভ নির্বাচনে অবাধ ছাপ্পা, তৃণমূলের সর্বস্তরের দুর্নীতি, সনাতনী হিন্দু দের উপর আক্রমণ ও হিন্দু হটাও স্লোগানের প্রতিবাদে, ‘রামনগর চলো’ এর ডাক দিয়েছিল বিজেপি।
সেই কর্মসূচির অঙ্গ হিসেবে রবিবার পদযাত্রা করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রামনগরের ঠিকরা মোড় থেকে রামনগর বাস স্ট্যান্ড পর্যন্ত এই পদযাত্রা হয়। পদযাত্রায় মানুষের ভিড় উপচে পড়ে। তারপর হয় ‘ধিক্কার সভা’ ।
সেই সভা থেকেই শুভেন্দু তৃণমূলের তীব্র সমালোচনা করেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যের দুই মন্ত্রী ফিরহাদ হাকিম ও সিদ্দিকুল্লা চৌধুরীর তীব্র সমালোচনা করেন তিনি।