সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: কলকাতা :: রবিবার ৯,মার্চ :: রবিবার সকালে বজবজ শিয়ালদা শাখার সন্তোষপুর রেল স্টেশনের ২ নম্বর প্লাটফর্মে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডের জেরে সন্তোষপুর রেল স্টেশনের দু’নম্বর প্লাটফর্মের উপরে বেশ কিছু দোকানে আগুন। স্থানীয়রা দেখতে পেয়ে খবর দেয় দমকল এবং রবীন্দ্রনগর থানায়।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের ৪ টি ইঞ্জিন এবং রবীন্দ্রনগর থানার পুলিশ। পরপর বেশকিছু দোকান থাকার কারণে আগুন মুহুর্তের মধ্যে ছড়িয়ে পড়ে। আগুন লাগার ঘটনায় বেশ কিছুক্ষণ ব্যাহত হয় ট্রেন চলাচল। স্থানীয়রা জানান প্রায় ১৫-২০ টি দোকান আগুনে পুড়ছে।
সকাল ৬ঃ৩০ থেকে ৭ টা নাগাদই আগুন লাগে বলে জানা যায়। চলছে রমজান মাস ১৫ থেকে ২০ টি কাপড় সহ বিভিন্ন দোকান পুড়ে ছাই হয়ে যাওয়ায় মাথায় হাত ওই ব্যবসায়ীদের। আগুন নেবাবার চেষ্টা করছে দমকল কর্মীরা।যুদ্ধকালীন তৎপরতায় চলছে আগুন আয়ত্তে আনার কাজ। এদিকে অগ্নিকাণ্ডের জেরে ব্যাহত শিয়ালদহ-বজবজ শাখায় ট্রেন চলাচল।
ঘটনাস্থলে ছুটে আসে দমকলের চারটি ইঞ্জিন বেশ কয়েক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণের আনার সম্ভব হলেও। ততক্ষণে সন্তোষপুর দু’নম্বর প্ল্যাটফর্ম এর ওপর প্রায় ১২ থেকে ১৫ টি দোকান সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে গিয়েছে। এই ঘটনার জেরে শিয়ালদহ দক্ষিণ শাখায় ট্রেন চলাচল বিঘ্নিত ।