নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কলকাতা :: শুক্রবার ২৬,সেপ্টেম্বর :: আজ দক্ষিণ কলকাতার অন্যতম আকর্ষণ সন্তোষ মিত্র স্কোয়ারের দুর্গাপুজোর উদ্বোধন করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
উদ্বোধনী মঞ্চে উপস্থিত হয়ে তিনি পুজোর আয়োজকদের অভিনন্দন জানান এবং বাঙালির সর্বজনীন উৎসব দুর্গাপুজোর আবহ উপভোগ করেন। পুজোমণ্ডপে প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়েই আনুষ্ঠানিক সূচনা করেন তিনি।অমিত শাহ বলেন, “দুর্গাপুজো কেবল ধর্মীয় উৎসব নয়, এটি বাংলার সংস্কৃতি, ঐতিহ্য ও শিল্পকলার সমাহার। এই পুজো সারা বিশ্বে এক অনন্য বার্তা দেয়।”
স্থানীয় বাসিন্দাদের ভিড়ে ভরপুর হয়ে ওঠে উদ্বোধনী অনুষ্ঠান। আলো, সাজসজ্জা ও থিমের নতুনত্বে এবারও নজর কেড়েছে সন্তোষমিত্র স্কোয়ারের পুজো।