নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: শ্রীরামপুর :: বুধবার ৩, এপ্রিল :: ভোট এলেই মানুষের মুখে একটাই কথা নিজের ভোট নিজে দিতে পারব তো ? হিংসা হানাহানি বোমাবাজি খুনোখুনি মুক্ত ভোট হবে তো ? মানুষের মনে ভয় ও দুশ্চিন্তা মুক্ত করতে পূর্ব বর্ধমানের স্বপন দত্ত বাউল ২০২৪ লোক সভা ভোট সচেতন করতে জেলায় জেলায় পথে ঘুরছেন।
লোকসভা নির্বাচনে ভোটের দিন ঠিক হওয়ার সাথে সাথেই ঘরে বসে না থেকে বর্ধমান শহর, গুষকরা , আউশ গ্রাম , জামালপুর, করালাঘাট, তারকেশ্বর, আরামবাগ , নদিয়ার মায়াপুর ইসকন , নবদ্বীপ ধামে ও বাঁকুড়ার আকুই গ্রাম বাঁকুড়া জেলা শহর পুরুলিয়ায় ভোট সচেতন করে হুগলী জেলার শ্রীরামপুরে ভোট সচেতন করতে দেখা গেলো বাউল গানে।
২ এপ্রিল মঙ্গলবার হুগলী জেলার শ্রীরামপুরের রেল স্টেশন চত্বরে, বাজারে , ও শ্রীরামপুরের ব্যাস্ত রাস্তার মোড়ে মোড়ে স্বপন দত্ত বাউল গানে গানে বলছেন শান্তি পূর্ন ভোট দাও শান্তি ভঙ্গ কেউ কোরো না। সন্ত্রাস মুক্ত ভোট করতে হবে, বোমাবাজি প্রাণ হানি কেউ কোরো না। বক্তব্যে বলছেন নিজের ভোট নিজে দাও ভোট নষ্ট কোরো না । নির্ভয়ে ভোট দাও, ভোট দানে কেউ পিছু হেঁটো না।
প্রাক্তন রাষ্ট্রপতির প্রশংসিত আশির্বাদ ধন্য, রাষ্ট্রপতির দেওয়া একতারা কোল ডুগী বাজিয়ে পায়ে ঘুঙুরের তালে তালে নৃত্য করে গানে গানে আবার বলছেন অঙ্গীকার করতে হবে সবারে, শান্তি পূর্ন ভোট করবে সবে। অবাধ পক্ষপাতহীন ভোটে জাত পাতের ভেদাভেদে , গোষ্ঠীর প্রলোভনে কেউ পোড়না ।
সংবামাধ্যমের মুখোমুখি হয়ে খাজা আনোয়ার বেড় পূর্ব বর্ধমানের স্বপন দত্ত বাউল বলেন বলেন বর্ধমান জেলা প্রশাসন নির্বাচন দপ্তর এবং রাজ্য ও কেন্দ্র নির্বাচন কমিশনের সম্মানিত শিল্পী হয়ে আমি সামাজিক দায়বদ্ধতা মাথায় রেখে নিজের উদ্যোগেই নিঃস্বার্থ বিনা পারিশ্রমিকে লোক সভা ভোট সচেতন করতে বাউলগানে পথে নেমেছি শান্তি পূর্ন ভোটের লক্ষ্যে।