নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বালি :: সোমবার ২৩,ডিসেম্বর :: সন্দীপ ঘোষের বিরুদ্ধে ভুরিভুরি অভিযোগ বা টালা থানার ওসির বিরুদ্ধে তথ্য প্রমাণ লোপাটের অভিযোগ। তবুও কোন জাদুবলে সিবিআই তাদের বিরুদ্ধে চার্জশিট দিতে পারল না। এই ঘটনার পর মানুষের কোনও এজেন্ষির ওপরেই আর ভরসা থাকবে না। তাহলে কি তিলোত্তমা বিচার পাবে না?
বালিতে এক দলীয় রক্তদান অনুষ্ঠানে এসে একথা বললেন ডিওয়াইএফআইয়ের সর্বভারতীয় নেত্রী দিপ্সীতা ধর। তিনি বলেন, এই ঘটনা তৃণমূল ও বিজেপির সেটিং তত্বকেই মান্যতা দিচ্ছে। এই সিবিআই শিক্ষা দুর্নীতি থেকে কোনও কিছুতেই অভিযুক্তদের শাস্তির ব্যবস্থা করাতে পারছে না। সাধারণ মানুষের আস্থা হারাচ্ছে সিবিআই।
বাংলাদেশ ইস্যুতে তিনি বলেন, সংখ্যলঘুদের ওপর যেকোনও দেশেই আক্রমণ একটা ঘৃণ্য ঘটনা। ভারতে মুসলিমদের ওপর আক্রমণ কিংবা বাংলাদেশে হিন্দুদের ওপর আক্রমণ দুটোই ঘৃণ্য অপরাধ। যেকোনও দেশেই এখন নিরাপধ বোধ করছে না। এটা অত্যন্ত অন্যায়। তাঁরা সব দেশেই নিরাপরাধ নাগরিক হিসেবে থাকুক এটাই আমরা চাই।