নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: সন্দেশখালি :: সোমবার ৪,আগস্ট :: সন্দেশখালীর বেড়মজুর ২ পঞ্চায়েতের ঘটনা । আজ সন্দেশখালি বেড় মজুর ২ পঞ্চায়েতের একটি ঢালাই রাস্তার উদ্বোধন ছিল। সেই উদ্বোধনের অনুষ্ঠানে উপস্থিত ছিল সন্দেশখালীর বিধায়ক কুমার মাহাতো।
সেই উদ্বোধনী অনুষ্ঠানে বেড়মজুর ২ এর কয়েকশ সক্রিয় বিজেপি কর্মী সুকুমার মাহাতোর হাত থেকে তৃণমূলের পতাকা তুলে নিয়ে তৃণমূলে যোগদান করলেন। এই যোগদান নিয়ে সন্দেশখালি তৃণমূলের ভিত আরো শক্ত হলো বলে মনে করছে তৃণমূলের নেতৃত্ব ।