সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: সুন্দরবন :: উত্তর ২৪ পরগনার সন্দেশখালি থানার মণিপুর পঞ্চায়েতের মিঠাখালি এলাকায় ধরা পড়া বাঘকে সুন্দরবনের জঙ্গলে ছেড়ে দিলো বন বিভাগের আধিকারিকরা। মঙ্গলবার সন্দেশখালির বাঘকে শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করার পর সুন্দরবনের চামটা ৪ নং জঙ্গলে তার পুরনো ডেরায় ফিরিয়ে দেওয়া হয় ।
প্রসঙ্গত, উত্তর ২৪ পরগনার সন্দেশখালির মনিপুরে জঙ্গল থেকে একটি বাঘ লোকালয়ে ঢুকে পড়ে। এরপর বাঘের আতঙ্কে আতঙ্কিত হয়ে পড়ে গ্রামবাসীরা । খবর দেওয়া হয় বন বিভাগের কর্মীদের । সোমবার বিকেলের দিকে বনকর্মীরা ঘুমপাড়ানি গুলি করে তাকে খাঁচাবন্দি করে । স্থানীয়দের অনুমান, দক্ষিণ ২৪ পরগনার গোসাবার দিক থেকে চিমটা নদী পেরিয়েই ঢুকে পড়েছিল বাঘটি।অন্যদিকে রায়দিঘির পূর্ব শ্রীধরপুরে ভুবনেশ্বরীর চরের জঙ্গল থেকে একটি বাঘকে খাঁচা বন্দি করে বনকর্মীরা । স্থানীয় সূত্রে খবর, প্রায় দুই সপ্তাহের বেশী সময় ধরে লোকালয়ের লাগোয়া জঙ্গলে ঢুকে পড়ে বাঘটি । তারপর থেকেই আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায় । বাঘ বন্দি করতে কার্যত হিমশিম খেতে হয়েছে বন বিভাগের কর্মীদের ।
অবশেষে প্রায় এক পক্ষ কাল পর বাঘ বন্দি করতে সক্ষম হয় বন বিভাগের কর্মীরা। বুধবার রায়দিঘির বাঘটিকে ছাড়া হবে সুন্দরবনের ঝিলা ৪ নম্বর রেঞ্জের অধীনে চামটা ৫ নং জঙ্গলে ।