সন্দেশখালির ন্যাজাটে বেতনি নদীর চরে দেখা মিলল একটি পূর্ণবয়স্ক কুমিরের মৃতদেহ।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: সন্দেশখালি :: সোমবার ১৪,এপ্রিল :: গত এক বছরে সুন্দরবন অঞ্চল লাগোয়া সন্দেশখালি, হিঙ্গলগঞ্জ , মিনাখা , হাড়োয়া সহ বিস্তীর্ণ এলাকার নদীখাড়িতে মাঝে মাঝে কুমিরের দেখা মিলছিল। তবে এবার সন্দেশখালির ন্যাজাটে বেতনি নদীর চরে দেখা মিলল একটি পূর্ণবয়স্ক কুমিরের মৃতদেহ।

স্থানীয় সূত্রে জানা যায়, উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহকুমার সন্দেশখালীর বেতনী নদীর একপাড়ে ন্যাজাট বাজার অপরদিকে কালিনগর বাজার। কালিনগর বাজার সংলগ্ন পার্কের পাশে বেতনী নদীর চরে জোয়ারের জলে ভেসে উঠলো একটি পূর্ণবয়স্ক মৃত কুমির।

কুমিরটিকে দেখা মাত্রই এলাকার মানুষ ভিড় করেন। তবে সন্দেশখালীর ন্যাজাট কালিনগর এলাকায় বারে বারে কুমিরের দেখা মিলছিল,

কিন্তু এদিন হঠাৎই জোয়ারের জলে বেতিনি নদীর তীরে এই মৃত কুমিরটি  দেখা যাওয়ায়, কুমিরটির মৃত্যুর ঘটনা নিয়ে ইতিমধ্যে রহস্যের দানা বেঁধেছে। কুমিরটির মৃত্যু হলো কিভাবে তা নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন।

এ বিষয়ে সুন্দরবন বিষয়ক গবেষক অনিমেষ মন্ডল জানান, “সুন্দরবন এলাকায় কুমিরের সংখ্যাবৃদ্ধি হয়েছে এটি যেমন ভাল দিক ঠিক একইভাবে, এই কুমিরটির কিভাবে মৃত্যু হয়েছে তা নিয়ে পর্যালোচনা উচিত। কলকাতা পৌরসভার নোংরা জলের বিষক্রিয়ার মাধ্যমে মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করছেন তিনি।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nineteen − seventeen =