নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: সোমবার ২৫,মার্চ :: সন্দেশখালির অত্যাচারিত কে বসিরহাটে এবার মুখ করলো বিজেপি । রেখা পাত্রকে বসিরহাট কেন্দ্রে প্রার্থী করে চমক দিয়েছে । এ বার সেই ভূমিকন্যার বিরুদ্ধেই পোস্টার পড়ল সন্দেশখালি বিধানসভা কেন্দ্রের একাংশে। এই ঘটনার দায় তৃণমূলের ওপরে চাপিয়েছে বিজেপি। যদিও যাবতীয় অভিযোগ অস্বীকার করেছে শাসকদল।
বিজেপির অবশ্য দাবি, এর নেপথ্যে তৃণমূলের হাত রয়েছে। কারণ সন্দেশখালির মানুষের দাবি মেনেই রেখা পাত্রকে টিকিট দেওয়া হয়েছে। দলের বসিরহাট সাংগঠনিক জেলার সভাপতি তাপস ঘোষ বলেন, ‘‘এই পোস্টার আমাদের দলের থেকে কেউ লাগায়নি। তৃণমূল রাজনীতি করার জন্য কাউকে দিয়ে করাচ্ছে।’’
দ্বিতীয় দফায় রাজ্যের ১৯টি আসনে প্রার্থী তালিকা ঘোষণা করেছে বিজেপি। সেই তালিকায় বসিরহাট কেন্দ্রে নাম রয়েছে রেখা পাত্রের। এর পর সোমবার সকাল থেকেই রেখার নামে পোস্টার দেখা গেল সন্দেশখালি, পাত্রপাড়া এবং ত্রিমোহিনী এলাকায়। একটি পোস্টারে লেখা, ‘‘বিজেপি প্রার্থী হিসাবে রেখা পাত্রকে চাইছি না।’’ আর একটি পোস্টারে লেখা, ‘‘সন্দেশখালির আন্দোলনকারী মানুষেরা রেখা পাত্রকে চায় না।’’