নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: সোমবার ২৫,আগস্ট :: শেখ শাহজাহানের প্রতিচ্ছবি এবার পূর্ব বর্ধমানের জামালপুরে শেখ ফিরোজের। তৃণমূল নেতার অত্যাচারের অতিষ্ট গ্রামবাসীরা। সন্দেশখালির ছায়া এবার জামালপুরে। শেখ শাহজাহানের মত সন্ত্রাস অত্যাচার জুলুমবাজি করার অভিযোগ উঠল জামালপুরের তৃণমূল নেতা শেখ ফিরোজের বিরুদ্ধে।জামালপুরের বেরুগ্রাম অঞ্চলের মানুষ জন রবিবার সরব হয়েছেন এই তৃণমূল নেতার অত্যাচারে। তাদের অভিযোগ এই তৃণমূল নেতা নিজেকে বিভিন্ন সংসদ এম এল এ মন্ত্রী ঘনিষ্ঠ বলে এলাকায় প্রভাব দেখাতে শুরু করে।
তার বিরুদ্ধে মানুষ কথা বলতে পারে না। গোটা ঘটনাকে ঘিরে তুমুল শোরগোল জামালপুরের রাজনৈতিক মহলে। তৃণমূল কংগ্রেসের এই প্রভাবশালী নেতার বাড়ি জামালপুরে বেরুগ্রাম এলাকার চখনজাদি গ্রামে। এলাকার মানুষজন জানিয়েছেন শেখ ফিরোজ কোন বড় মাপের নেতা নয় তবে তার স্ত্রী ২০০৮ সাল থেকে টানা পঞ্চায়েত প্রধান।
তাদের অভিযোগ স্ত্রী পঞ্চায়েতের প্রধান হওয়ার পর থেকেই তিনি বেরুগ্রাম অঞ্চলের বেতাজ বাদশা মনে করেন নিজেকে। তার বিরুদ্ধে এবার সন্দেশখালীর মত আন্দোলন শুরু করে দিয়েছেন এলাকাবাসি।