সন্দেশখালি কাণ্ডে নারী নির্যাতন সহ একাধিক অভিযোগে গ্রেফতার করা হলো শেখ শাজাহানের অন্যতম সাগরেদ উত্তম সর্দারকে ।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: সন্দেশখালি :: সোমবার,১২ ফেব্রুয়ারি :: সন্দেশখালি কাণ্ডে নারী নির্যাতন সহ একাধিক অভিযোগে গ্রেফতার করা হলো শেখ শাজাহানের অন্যতম সাগরেদ উত্তম   সর্দারকে । তিনি উত্তর ২৪ পরগনা জেলার জেলা পরিষদের সদস্য ও তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতির দ্বায়িত্বে ছিলেন। লোকসভা নির্বাচনের আগে সন্দেশখালির ঘটনায় ড্যামেজ কন্ট্রোল করতে শনিবার বিকেলে তৃণমূল কংগ্রেসের থেকে সাসপেন্ড করা হয়।

তারপরেই সন্দেশ খালি থানার পুলিশ তাকে গ্রেফতার করে। পাশাপাশি গ্রামে গ্রামে অশান্তি সৃষ্টির অভিযোগে গ্রেফতার করা হয়েছে বিজেপির বসিরহাট সাংগঠনিক জেলার কনভেনর ও সন্দেশখালীর বাসিন্দা বিকাশ সিংহকেও। রবিবার দুজনকেই বসিরহাটের মহকুমা আদালতে হাজির করা হচ্ছে।পুলিশ ধৃতদের জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের পুলিশি হেফাজতে নিতে আবেদন জানাতে পারে বলে জানা গেছে।

উল্লেখ্য শনিবার বিকেলে কলকাতার রেড রোডে ধরনা মঞ্চে থেকে সন্দেশখালি কাণ্ডে তৃণমূল কংগ্রেসের দল থেকে সন্দেশখালীর তৃণমূলের জেলা পরিষদ সদস্য ও সন্দেশখালি ব্লক ২ এর অঞ্চল সভাপতি উত্তম সর্দার কে ৬ বছরের জন্য সাসপেন্ড করার কথা ঘোষণা করেন মন্ত্রী পার্থ ভৌমিক।

যদিও এখনো বাকী দুইজন অর্থাৎ শেখ শাজাহান ও শিবপ্রসাদ হাজরাকে কোন রকম গ্রেফতার বা শাস্তির বিধান দেয়নি তৃণমূল কংগ্রেসের রাজ্য নেতৃত্বে। কারণ হিসেবে, মন্ত্রী পার্থ ভৌমিকের দাবি শেখ শাহজাহান এবং শিবপ্রসাদ হাজরার বিরুদ্ধে এখনো কেউ সরাসরি লিখিত অভিযোগ করেনি। তাই তাদের বিরুদ্ধে এখনই কোন শাস্তির ব্যবস্থা করেনি দল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nine + 20 =