নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: রামপুরহাট :: মঙ্গলবার ২২,জুলাই :: গত কয়েকদিন আগে সন্দেশখালীর ধামাখালির একটি গেস্ট হাউস থেকে দুই ব্যক্তিকে গ্রেফতার করার পাশাপাশি প্রায় ১০ কোটি টাকা উদ্ধার করেছিল সন্দেশখালি থানার পুলিশ। উদ্ধার হওয়া অধিকাংশ টাকাই ছিল নকল টাকা।
টাকা উদ্ধারের পাশাপাশি ধৃত দুই ব্যক্তিকে নিজেদের হেফাজতে নিয়ে তদন্ত শুরু করেছে সন্দেশখালি থানার পুলিশ। ধৃত এই দুই ব্যক্তির কাছ থেকে সন্দেশখালি থানার পুলিশ তিস্তা সেন(৪০) নামে এক মহিলার খোঁজ পান।
এই তিস্তা সেনের বাড়ি রাজারহাট এলাকায় । বড় বড় ব্যবসায়ীদের মোটা অংকের টাকার লোন পাইয়ে দিত এই মহিলা।
আর সেই লোনের আসল টাকার মধ্যে এই মহিলা নকল টাকা ঢুকিয়ে ব্যবসায়ীদের প্রতারণা করত। এর আগেও এই মহিলা গ্রেফতার হয়েছিল। ঘটনাটা তদন্তে নেমে সন্দেশখালি থানার পুলিশ বীরভূমের রামপুরহাট এলাকা থেকে তিস্তা সেন নামে ওই মহিলাকে গ্রেফতার করে।
তিনি রামপুর হাটে একটি গেস্ট হাউসে ছিল সেখান থেকে ঝাড়খন্ডে পালানোর ছক করছিল। ঝাড়খন্ডে পালানোর আগেই পুলিশ তাকে গ্রেফতার করে।